Category Archives: Islamic Lectures

হাশরের মাঠে কুরআন থেকে বিমুখ হয়ে যাওয়া বান্দার সাথে আল্লাহর কথোপকথন । সূরা ত্বোয়া-হা: আয়াত#১২৪, ১২৫ ও ১২৬

ত্বোয়া-হা: আয়াত#১২৪⤵️
وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِى فَإِنَّ لَهُۥ مَعِيشَةً ضَنكًا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ

যে আমার স্মরণে বিমুখ তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামাত দিবসে উত্থিত করব অন্ধ অবস্থায়।

ত্বোয়া-হা: আয়াত#১২৫⤵️
قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِىٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرًا

সে বলবেঃ হে আমার রাব্ব! কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমিতো ছিলাম চক্ষুস্মান!

ত্বোয়া-হা: আয়াত#১২৬⤵️
قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ

তিনি বলবেনঃ এ রূপেই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তুমিতো ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তুমিও বিস্মৃত হলে।

Image

ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দ্বীনিক (يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ) | পতনের আওয়াজ পাওয়া যায়: আরিফ আজাদ

স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় যাদুর মাধ্যমে | তাফসীর ইবন কাসীর: সুরা বাকারাহ : আয়াত#১০২

সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের খুশবু চল্লিশ হাজার বছরের দূরুত্বে থাকলেও পাওয়া যায়! #দাইয়ুস | এবার ভিন্ন কিছু হোক: আরিফ আজাদ

এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি! অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে, তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?
আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।
عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি….
” مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ “.
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে…
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : ” مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ”
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে…
. قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: ” مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ “، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : ” مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ”
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
. قَالَ لَهُ : ” بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ “.
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।
[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

hashtag#লিখেছেন_আরিফ_রব্বানী
hashtag#কর্যে_হাসানা

দুআ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ | বেলা ফুরাবার আগে: তুলি দুই হাত, করি মুনাজাত – আরিফ আজাদ

আমাদের ও কাফেরদের মাঝে চুক্তি হল সালাত। সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কুফুরি করল!

পরে পড়ব, একটু পরে, বাসায় গিয়ে, আগে কাজটা শেষ করি ইত্যাদি চিন্তা মাথায় আসলেও গুরুত্ব দিবেন না; এসবই শয়তানের কুমন্ত্রণা!

মসজিদ পাশে না থাকলে বাসায়, বাসায় না থাকলে যেখানে বসে আছেন সেখানে, দাঁড়িয়ে আদায় না করতে পারলে বসে, বসেও আদায় না করতে পারলে প্রয়োজনে শুয়ে আদায় করুন তাও ইচ্ছাকৃতভাবে ফরয নামায ত্যাগ করবেন না।

“সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, সালাত কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। (সুরা আর রুমঃ ৩১)

আল্লাহ্‌র বান্দা ও শিরক-কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। [সহিহ মুসলিম,হাঃ ১৫৪]

আমাদের ও কাফেরদের মাঝে চুক্তি হল সালাত। সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কুফুরি করল। ( তিরমিজিঃ ২৬২১, ইবনে মাজাহঃ ১০৭৯ )

আমিরুল মু’মিনীন উমার (রঃ) বলেন, “যে ব্যক্তি নামায ত্যাগ করে, তার জন্য ইসলামে কোন অংশ নেই।” (বাইহাকি ৬৭৩৪ নং, ইবনে আবি সাইবাহ ৩৭০৭৪ নং)

ইবনে মাসউদ (রঃ) বলেন, ‘যার নামায নেই, তার দ্বীন নেই।’ (সহীহ্ তারগিব ৫৭৪ নং)

আবু দারদা (রঃ) বলেন, ‘যার নামায নেই, তার ইমান নেই।’ (সহীহ্ তারগিব ৫৭৫ নং)

তুমি দাঁড়িয়ে সলাত আদায় করবে, তাতে সক্ষম না হলে বসে আদায় করবে এবং তাতেও সক্ষম না হলে শুয়ে সলাত আদায় করবে। [সূনান আবু দাউদ হা/ ৯৫২; বুখারী হাঃ ১১১৭, তিরমিযী হাঃ ৩৭৩, ইবনু মাজাহ হাঃ ১২২৩, আহমাদ ৪/৪২৬]

ইচ্ছাকৃতভাবে কখনও কোন ফরয সালাত ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফারয্ সালাত পরিত্যাগ করে, আল্লাহ তা‘আলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। (মিশকাত ৬১; হাসান লিগয়রিহী : আহমাদ ২১৫৭০, সহীহুত্ তারগীব ২৩৯৪)

© মাহমুদ হাসান

নারীদেরকে এভাবে কেউ বুঝায়না | শায়েখ মাহমুদ বিন ক্বাসিম

Salman Al-Farsi at the time of leaving this duniya | The Quest of Truth: The Prophet’s Companions

Dawah Training | Dr Sabeel Ahmed, ICNA Gain Peace Project

Difference between doing good deed and giving dawah is to say people to do good that you are doing too. Every person can give dawah within their capacity.

A syllabus for every Muslim: (A-B-C-D-E-F-G-H)

Necessary skills for an effective Daee: (P-E-T-A-L-S)

it’s so easy to share Islam: (O-M-G, H-I)

In the toughest day of prophet’s life, he conveyed the message of Islam.

Giving dawah to a minor kid can be a legal issue. We should take consent from the kid’s parent.

After taking shahada, he/she gets disconnected. So, every Muslim should adopt a non Muslim and keep in touch with him/her.

Points to make to non Muslim for making it clear that Quran is from Allah: (M-I-R-A-C-L-E-S)

Rights of women in Islam:

Sharing JESUS with Christians:

What is hijab? (M-O-D-E-S-T-Y)

lGBTQ+

Dawah Initiative Suggestion: Sending post cards to every household, Use public libraries, Advertise in bill board, Advertise in public transits.